জৈন্তাপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৯, ২০২১
০৩:৩২ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২১
০৩:৩২ পূর্বাহ্ন
সিলেটের উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাবের পক্ষ থেকে ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সদস্য প্রয়াত মানিক দাশের পরিবারকে একটি অটোরিকশা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ২টায় এসএসসি ব্যাচ-১৯৯৬ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আয়োজনে ফ্রেন্ডশিপ পাবলিক স্কুল মিলনায়তনে ফাউন্ডেশনের সদস্য প্রয়াত মানিক দাশের পরিবারের কাছে অটোরিকশার চাবি হস্তান্তর করা হয়।
ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সভাপতি ডা. মুহিবুল হকের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক সুরঞ্জিত দেব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাবের আহ্বায়ক মিছবা উদ্দিন চৌধুরী রুপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাবের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাবের সদস্য সাইদুল হক রাসেল, আব্দুল হান্নান, ডা. ইরফান আহমদ জুনায়েদ, সাহাদৎ হোসেন, নূরুল আমীন, এম এতামিম সিদ্দিকী, তায়েফ হোসেন, ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. মামুনুর রশিদ, প্রচার সম্পাদক রিংকু লাল দে, সদস্য কবির আহমদ ও শামছুদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাবের আহ্বায়ক মিছবা উদ্দিন চৌধুরী রুপন বলেন, আমাদের সংগঠন আর ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের কার্যক্রম একই। আমরা অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করছি। জৈন্তাপুর উপজেলার এসএসসি ব্যাচ-১৯৯৬ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনও একই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করছে। ফাউন্ডেশনটি গত এক বছরের মধ্যে নিজস্ব ভবন নির্মাণ করে ইতোমধ্যে অনলাইনে পাঠদান কার্যক্রম চালু করেছে। অতি অল্প সময়ের মধ্যে নিয়মিত পাঠদান চালু হবে। আমাদের কাছে ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কার্যক্রম অত্যন্ত ভালো লেগেছে। তাই আমরা ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সহযোগিতায় জৈন্তাপুর উপজেলায় কাজ করেত আগ্রহী। সে লক্ষ্যে আজ এই ফাউন্ডেশনের সদস্য প্রয়াত মানিক দাশের পরিবারকে একটি অটোরিকশা দিলাম। এছাড়া বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাব সর্বাত্মক সহযোগিতা করে যাবে।
আরকে/আরআর-১১