বিয়ানীবাজারে 'উৎসারিত আলো' গ্রন্থের মোড়ক উন্মোচন

বিয়ানীবাজার প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৯, ২০২১
০৩:০৬ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২১
০৩:০৬ পূর্বাহ্ন



বিয়ানীবাজারে 'উৎসারিত আলো' গ্রন্থের মোড়ক উন্মোচন

সিলেটের বিয়ানীবাজার উপজেলার পঞ্চখন্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির উদ্যোগে এবং সাংবাদিক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আজিজুল পারভেজ সম্পাদিত 'উৎসারিত আলো' গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। স্মারক গ্রন্থটি অধ্যাপক গোলাম কিবরিয়ার সম্মানার্থে প্রকাশ করা হয়েছে। 

পঞ্চখন্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুবের সভাপতিত্বে এবং সংগঠক ছালেহ আহমদ শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেটের মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবুল ফতেহ ফাত্তাহ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারিকুল ইসলাম ও পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, সহযোগী অধ্যাপক ও গল্পকার প্রশান্ত মৃধা, কুড়ার বাজার কলেজের অধ্যক্ষ আজিম উদ্দিন, কবি ফজলুল হক, লেখক দেলোওয়ার এলাহী, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, পঞ্চখন্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক সাহেদ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেট শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক গোলাম কিবরিয়া তাপাদার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করতেন। তিনি ছিলেন একজন সুবক্তা, রাজনীতি বিশ্লেষক এবং রাষ্ট্রচিন্তক। গোলাম কিবরিয়া বিয়ানীবাজারকে একটি অনন্য উচ্চতায় পরিচয় করিয়ে দিতে কাজ করেছেন। পঞ্চখন্ড জনপদকে আলোকিত করতে অধ্যাপক কিবরিয়া দূত হিসেবে কাজ করতেন। তার সুস্থতা কামনায় মহান সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনা করেন তারা।

 

এসএ/আরআর-০৯