নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৯, ২০২১
০২:৪৮ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২১
০২:৪৮ পূর্বাহ্ন
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘উন্নয়নের বিষয়ে সিলেটের মানুষ ঐক্যবদ্ধ। দল মতের উর্ধ্বে উঠে সবাইকে নিয়ে এই নগরকে সাজাতে সিলেট সিটি করপোরেশন কাজ করছে।’
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরের চৌহাট্টাস্থ উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
সিলেটের উন্নয়নের ব্যাপারে কোনো দল নেই বলে মন্তব্য করে তিনি বলেন, ‘চলমান এই উন্নয়নে আমাকে সবাই সহযোগিতা করছেন। আর এই উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নিতে সকল মহলের সহযোগিতা থাকবে।’
তিনি আরও বলেন, ‘সিলেটের রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন। সিলেটে সব সময় সবার মধ্য সম্প্রীতি রয়েছে। সেটা ধর্মীয় এবং রাজনৈতিক উভয় ক্ষেত্রেই। এজন্য আমরা গর্বিত। স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষে সিলেটকে সাজাতে নগর জুড়ে চলছে উন্নয়ন কাজ। এরই মধ্যে কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টা পর্ডন্ত সড়কের কাজ শেষ হয়েছে। দ্রুত এগিয়ে চলছে চৌহাট্টা থেকে আম্বরখানা সড়কের কাজও। নগরবাসীর সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যেই এই সড়কের কাজও শেষ হবে।’
এর আগে গত বুধবার সিলেটের চৌহাট্টায় অবৈধভাবে গড়ে তুলা মাইক্রোবাস স্ট্যান্ডের জায়গায় উন্নয়ন কর্মকাণ্ডের জন্য সেটি উচ্ছেদে এসে সংঘর্ষ হয়। সংঘর্ষের পরে সেখানে পার্কিং করা সকল গাড়ি রেকার করে স্থানটি খালি করে দুপুর থেকেই থেকে উন্নয়ন কাজ শুরু হয়।
এদিকে চৌহাট্টা এলাকায় অবৈধ স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক-সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনার সময় গাড়ি ভাঙচুরের প্রতিবাদে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সিলেটে সব ধরণের পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহণ শ্রমিকরা।
এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলছেন, ‘সময়ের ব্যবধানে পরিবহণ শ্রমিকরাও বুঝবেন এটা করা ঠিক না।’
বিএ-১৩