যুক্তরাজ্য থেকে সিলেটে এলেন আরও ১৩৫ জন

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১৯, ২০২১
০২:০০ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২১
০২:০০ পূর্বাহ্ন



যুক্তরাজ্য থেকে সিলেটে এলেন আরও ১৩৫ জন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) যুক্তরাজ্য থেকে আরও ১৩৫ জন প্রবাসী সিলেট এসেছেন। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল সাড়ে ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাদের সবাইকে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য নগরের বিভিন্ন হোটেলে নেওয়া হয়েছে।

ওসমানী আন্তজার্তিক বিমানবন্দর সূত্রে জানা যায়, বিজি-২০২ ফ্লাইটে ১৬৮ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১৩৫ জন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। বাকি ৩৩ যাত্রী নিয়ে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায় বিমানটি।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ সিলেট মিররকে বলেন, ‘সোমবার যুক্তরাজ্য থেকে আসা সিলেটের ১৩৫ যাত্রীকে প্রশাসনের ব্যবস্থাপনায় কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।’

এএনএইচ/বিএ-১১