নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৮, ২০২১
০৬:৩৩ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২১
০৭:৪৯ অপরাহ্ন
নগরের চৌহাট্টা এলাকায় অবৈধ মাইক্রো স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক-সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট এজাহায়নামীয় আসামি হিসেবে ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এরমধ্যে অস্ত্রসহ যুবক আটকের ঘটনায় একটি, দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় একটি এবং সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের মারধরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ৩ মামলার মধ্যে ১ টি মামলার বাদী সিসিকের উপ-সহকারী প্রকৌশলী দেবপদ রায় আর বাকি ২ টি মামলার বাদী পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ।
তিনি বলেন, চৌহাট্টায় সংঘর্ষের ঘটনায় সিসিক বাদী হয়ে একটি মামলা করেছেন। এছাড়া পুলিশ বাদী হয়ে পুলিশ এসল্ট ও অস্ত্র আইনে দুইটি মামলা করেছে।
অস্ত্রসহ আটক গ্রেপ্তার যুবক কেন গিয়েছিলেন, এবিষয়ে পুলিশকে কোনো তথ্য দিয়েছেন কি না প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমাদেরকে এমন কোনো তথ্য তিনি দেননি। তাকে আজ আদালতে প্রেরণ করা হবে।'
এনএইচ/বিএ-০৪