গোলাপগঞ্জে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

গোলাপগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৮, ২০২১
০৬:১৩ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২১
০৬:১৩ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে টিলার কাটার দায়ে ও সরকারি জমি দখল করার অপরাধে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারী) দুপুর ২টায় উপজেলার ২ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের ঘুগা গ্রামের কামরুল ইসলামকে অবৈধ ভাবে টিলা কাটার অপরাধে ৩ লাখ টাকা।

পরে বিকাল ৩টার দিকে ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল মৌজার কাকেশ্বর নদীতে অবৈধভাবে মাটি ভরাট করে সরকারি জমি দখল করার অপরাধে নগর গ্রামের আব্দুল হান্নানকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেস্ট্যাট অনুপমা দাস। অভিযান পরিচালনা করে জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেস্ট্যাট অনপুমা দাস।

এফএম/আরসি-০২