নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৮, ২০২১
০৫:৩২ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২১
০৫:৩২ পূর্বাহ্ন
সিলেট বিভাগে আজ বুধবার (১৭ ফেব্রয়ারি) ১২ হাজার ৭২৫ জন টিকা গ্রহণ করেছেন। এনিয়ে বিভাগে এখন পর্যন্ত টিকা গ্রহণকারীর সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৭০৪ জন। টিকা গ্রহণকারীর মধ্যে ৭ হাজার ৮২০ জন পুরুষ এবং ৪ হাজার ৯০৫ জন নারী।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার সিলেট জেলায় ৪ হাজার ৭৩ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে ২ হাজার ৫৯৪ জন পুরুষ এবং ১ হাজার ৪৭৯ নারী। সুনামগঞ্জে টিকা নেন ২ হাজার ১৫৭ জন। এদের মধ্যে ১ হাজার ২৮৬ জন পুরুষ ও ৮৭১ জন নারী। হবিগঞ্জে টিকা গ্রহণ করেন ২ হাজার ৭৯০ জন। এর মধ্যে ১ হাজার ৮১৪ জন পুরুষ এবং ৯৭৬ জন নারী। মৌলভীবাজার বুধবার ৩ হাজার ৭০৫ জন টিকা গ্রহণকারীর মধ্যে ২ হাজার ১২৬ জন ছিলেন পুরুষ এবং ১ হাজার ৫৭৯ জন ছিলেন নারী।
সিসিক সূত্রে জানা যায়, নগরে বুধবার ২ হাজার ১৬২ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কেন্দ্রে টিকা নেন ১ হাজার ৮৬২ জন। এদের মধ্যে ১ হাজার ৯৯ জন পুরুষ এবং ৭৬৩ জন নারী। পুলিশ হাসপাতলে বুধবার ৩০০ জন টিকা গ্রহণকারীর মধ্যে ২১০ জন পুরুষ ও ৯০ জন নারী ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, জেলায় ৪২ বুথে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে নগরে ছিল ১৪টি বুথ। এসব কেন্দ্রের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি বুথ এবং বিভাগীয় পুলিশ হাসপাতালে ১২টি বুথ রয়েছে। আর বাকি ১২ উপজেলায় ২টি করে ২৪ টি এবং সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) ৪টি বুথে টিকা দেওয়া হয়। প্রতিটি বুথে ২ জন টিকাদান কর্মী এবং ৪ জন করে স্বেচ্ছাসেবক রয়েছেন।
এবিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো.জাহিদুল ইসলাম সিলেট মিররকে বলেন,‘গতকাল নগরে ২ হাজার ১৬২ জন টিকা নিয়েছেন। আমরা সবাইকে বলব নিবন্ধন করে দ্রæত টিকা নিন।’
এনএইচ/বিএ-১৯