সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২১
০৪:৪৬ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২১
০৪:৪৬ পূর্বাহ্ন
রাতের অন্ধকারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হামলাকারী ও নেতৃত্বদানকারী মনির-কাওসারের বিচার চাই’, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত কর’, ‘শিক্ষার্থীদের উপর হামলা পুলিশ কেন নিরব’সহ বিভিন্ন ফেস্টুন দেখা যায়।
এসময় বক্তারা বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পরিবহন শ্রমিকদের হামলার পর প্রশাসন এখনো কোন ব্যবস্থা গ্রহণ করেনি।প্রশাসন নির্বিকারচিত্তে বিষয়টি এড়িয়ে যাচ্ছে। রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটোই এ জায়গায় ব্যর্থ হয়েছে তারা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।
রাষ্ট্রের কাছে প্রশ্ন ছু্ঁড়ে দিয়ে শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা করার সাহস তারা কোথায় পাচ্ছে? পরিবহন শ্রমিকদের এই শক্তির উৎস কোথায়?’
শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় নয়, দেশের কোন শিক্ষার্থীই জীবনের নিরাপত্তা পায়না। দেশের ভবিষ্যত কান্ডারিদের উপর এমন বর্বরোচিত হামলা মোটেই কাম্য নয়। অনতিবিলম্বে এই হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাই। তাদের দ্রুত বিচারের আওতায় না আনলে সাধারণ শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’
মানববন্ধনে বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৌহিদুজ্জামান জুয়েল, শাহরিয়ার আবেদিন, মেহরাব, গণিত বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ রাফি, পলিটিকাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মারুফ, জিওগ্রাফি এন্ড ইনভারমেন্টাল সাইন্সের শিক্ষার্থী রাজু শেখ প্রমুখ।
বিএ-১৬