নগরে ইয়াবাসহ আটক এক

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১৮, ২০২১
০৪:০১ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২১
০৪:০১ পূর্বাহ্ন



নগরে ইয়াবাসহ আটক এক

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করেছে। 

বুধবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬ টার দিকে নগরের লালদিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গোপন সংবাদের ভিত্তিতে লালদিঘীরপাড়ের রিনা বোর্ডিং এর ৩ তলার ১৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে মো. সুমন (২৪) নামের এক যুবককে আটক করে পুলিশ। 

এসএমপির গণমাধ্যম শাখা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তার বিরুদ্ধে মাদক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

বিএ-১৫