অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জালালপুর উন্নয়ন সংস্থার সভাপতির

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৮, ২০২১
০৩:১২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২১
০৩:১২ পূর্বাহ্ন



অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জালালপুর উন্নয়ন সংস্থার সভাপতির
সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

নিজের ও পরিবারের মানহানি করতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, অশালীন ও বিভ্রান্তিকর অপবাদ ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন দক্ষিণ সুরমার জালালপুর উন্নয়ন সংস্থার সভাপতি মাহফুজুর রহমান। এজন্য তিনি এসব অপপ্রচারের প্রতিবাদ জানানোর পাশাপাশি এতে বিভ্রান্ত না হতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ আহবান জানান তিনি।

লিখিত বক্তব্যে মাহফুজুর রহমান বলেন, সামাজিক সংগঠনের সভাপতির পাশাপাশি আমি একজন ব্যবসায়ী। সম্প্রতি ‘সত্য পথের পথিক’ নামের একটি ফেসবুক পেইজ থেকে আমাকে নিয়ে মিথ্যা, অশালীন ও বিভ্রান্তিকর অপবাদ ছড়ানো হচ্ছে। এতে আমার ও আমার পরিবারের মানহানি ঘটছে; সমাজে আমি হেয় প্রতিপন্নের শিকার হচ্ছি।

এ বিষয়ে তিনি অপপ্রচারকারীদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলেও জানান।

তিনি বলেন, ওই পেজ থেকে আমার নামে যেসব অপপ্রচার ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন ও এর কোনো সত্যতা নেই। পেইজে বলা হয়েছে অসামাজিক কার্যকলাপের কারণে আমাকে গ্রাম থেকে বহিস্কার করা হয়েছে। যা পুরোটাই উদ্ভট ও হাস্যকর। জীবনে কোনোদিন আমাকে গ্রাম থেকে বহিস্কার করা হয়নি। একই সঙ্গে ২০০৬ সালে আমাকে পুলিশ আটক করেছে বলে যে তথ্য প্রদান করা হয়েছে তাও সম্পূর্ণ মিথ্যা। এছাড়া আমাকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেও স্ট্যাটাস দেওয়া হয়েছে, তারও কোনো ভিত্তি নেই।’

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ‘ছাত্র থাকাবস্থায় আমি কোনোদিনও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াইনি। মানুষের কল্যাণে কাজ করাই আমার ব্রত। জালালপুর উন্নয়ন সংস্থা একটি সামাজিক সংগঠন। এই সংগঠনের সভাপতি হিসেবে আমি জালালপুরে অনেক উন্নয়নমূলক কাজ করছি। তবে সংগঠনের নামে কখনো কোনো চাঁদাবাজি করা হয়নি। দলমতের ঊর্ধ্বে এলাকার সচেতন যুব সমাজকে নিয়েই এই সংস্থা গঠিত।

চাঁদাবাজির কোনো প্রমাণ থাকলে তা জনসম্মুখে উপস্থাপন করারও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘২০১৬ সালে জালালপুর প্রভাতি শিশু বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে অনুষ্ঠানে অংশ নিতে আমি ঢাকা থেকে জালালপুর আসি। তখন আমি ঢাকায় গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত। অনুষ্ঠান উপলক্ষে আমার কাছ থেকেই একশ পিছ টি-শার্ট তৈরি করে নিয়ে আসা হয়। তবে ঢাকা থেকে এসব টি-শার্ট সিলেটে আনার সময় একটি রিকশার চালক এক বান্ডেল টি-শার্ট নিয়ে উধাও হয়ে যায়। যা অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক কফিল আহমদ রিংকুসহ সকলেই জানেন। কিন্তু  ফেসবুক পেইজে বলা হয়েছে আমি নাকি টি-শার্ট তৈরি করে দেওয়ার নামে টাকা আত্মসাৎ করেছি। যা পুরোটাই মিথ্যা।’

তিনি বলেন, এসব মানহানিকর পোস্ট দেখে আমার আত্মীয়স্বজনরাও হতবাক। দেশ বিদেশ থেকে অনেকেই উদ্বিগ্ন। স্বজনরা ভাবছেন যারা এ ধরনের শতভাগ মিথ্যা তথ্য প্রচার করতে পারে তারা যে কোনো সময় আমার বড় ধরনের ক্ষতি করতে পারেন। তাই দুশ্চিন্তায় তারা সময় পার করছেন।’

তিনি বলেন, এসব অপপ্রচারের কারণে ইতোমধ্যে আমি মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর-৮২৫) করেছি। আমি অপপ্রচারকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাই। পাশাপাশি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহিন অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য এলাকাবাসী ও তার শুভাকাক্সিক্ষসহ সবাইকে আহ্বান জানান।

বিএ-১৩