নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৮, ২০২১
০২:১৬ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২১
০২:১৬ পূর্বাহ্ন
নগররে জালালাবাদ থানার বলাউড়া বাজার থেকে অভিযান চালিয়ে তীর শিলং নামক জুয়া খেলার অপরাধে দুই জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ওই বাজারের আবু টেলিকম এন্ড বেডিং স্টোর নামক দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে থানার বলাউড়া (ছনুপাড়া) এলাকার সোনা মিয়ার ছেলে হেলাল মিয়া (৪০) ও উস্তার আলীর ছেলে মো. জামাল (৩০)।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হুদা খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।
বিএ-০৮