ওসমানীনগর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৭, ২০২১
১০:৩৯ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২১
১০:৩৯ অপরাহ্ন
সিলেট নগরীর চৌহাট্টায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের জের ধরে ওসমানীনগরের বিভিন্ন অংশে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা।
এসময় মহাসড়কের দু’পাশে শতশত যানবাহন আটকা পড়লে দুর্ভোগে পড়েন দুরপাল্লার যাত্রীরা। এ সময় রোগীবাহি এ্যাম্বুলেন্সও আটকা পড়তে দেখা যায়।
দুপুর ২টার দিকে পরিবহন শ্রমিকরা উপজেলার গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর এলাকায় মহাসড়ক অবরোধ করে।
এ সময় তারা কাঠের গুড়ি ফেলে ও রাস্তায় বসে নানা ধরণের শ্লোগান দিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। খবর পেয়ে থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের অবরোধ প্রত্যাহারের অনুরোধ করে।
পরবর্তীতে জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় শ্রমিক নেতাদের বুঝিয়ে বিকাল ৩টার দিকে অবরোধ উঠিয়ে মহাসড়কে যান চালাচল স্বাভাবিক করা হয়।
গোয়ালাবাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সভাপতি চুনু মিয়া বলেন, জেলার নেতাদের নির্দেশে আমরা মহাসড়ক অবরোধ করি। পরে সকলের অনুরোধে ওজেলা শ্রমিক নেতাদের সাথে কথা বলে অবরোধ প্রত্যাহার করা হয়েছে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক বলেন, এলাকার জনপ্রতিনিধিসহ সবার সহযোগিতায় শ্রমিকদের সাথে কথা বলে অবরোধ উঠিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ইউ ডি/বি এন-১১