শাবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৭, ২০২১
১০:৩৩ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২১
১০:৩৩ অপরাহ্ন
সিলেটে অবস্থিত যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান এএইচজেড এসোসিয়েটস এর উদ্যোগে ‘ইংল্যান্ডে উচ্চশিক্ষা বিষয়ক এক্সপো’ অনুষ্ঠিত হবে আগামী শনিবার।
শনিবার (২০ ফেব্রুয়ারি)সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নগরীর জিন্দাবাজারে অবস্থিত হোটেল গ্র্যান্ড প্যালেসে এই এক্সপো অনুষ্ঠিত হবে।
সিলেটে প্রথম আয়োজিত পাথওয়েজ (ফাউন্ডেশন, প্রি-মাস্টার্স, ব্যাচেলরস্, মাস্টার্স ) এক্সপোতে ইংল্যান্ডে উচ্চশিক্ষা সম্পর্কিত সবধরনের তথ্য জানা যাবে বলে জানিয়েছেন আয়োজকরা।
এএইচজেডের পাথওয়েজ প্রোগ্রাম অপারেশন ম্যানেজার শাহিনুল ইসলাম বলেন, এই এক্সপোতে ইংল্যান্ডের ১৩০ টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংশ্লিষ্ট তথ্য পাওয়া যাবে।
এছাড়া স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
শাহিনুল ইসলাম আরও জানান, এই এক্সপো’তে অংশগ্রহণকারীদের সবার জন্য এএইচজেড এসোসিয়েটস এর পক্ষ থেকে উপহারসামগ্রী থাকবে।
ইংল্যান্ডে উচ্চশিক্ষায় আগ্রহীদেরকে প্রয়োজনীয় সব ধরনের কাগজপত্র (পাসপোর্ট, মার্কশীট ও সার্টিফিকেট) নিয়ে এই এক্সপোতে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
অন্যদিকে এই এক্সপোর মাধ্যমে রেজিষ্ট্রেশন করলে পাঁচলাখ টাকার মতো শিক্ষাবৃত্তির সুযোগ রয়েছে বলে আয়োজকরা জানান।
অন্যদিকে উচ্চশিক্ষাগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের ইর্ন্টানাল ইংরেজি পরীক্ষাসহ বিনামূল্যে কাউন্সেলিং এর সুবিধা থাকবে এক্সপোতে।
বিস্তারিত তথ্য জানার জন্য নগরীর চৌহাট্টস্থ আরএন টাওয়ারে এএইচজেড এসোসিয়েটস এর অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
এইচ এন/বি এন-১০