নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৭, ২০২১
০৭:৫৭ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২১
০৭:৫৭ পূর্বাহ্ন
মহান মুক্তিযুদ্ধে সশস্ত্রবাহিনীর প্রধান সেনাপতি বঙ্গবীর মহম্মদ আতাউল গণি ওসমানীর ৩৬তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, ‘বঙ্গবীর ওসমানী বাঙালির জাতীয় বীর। তিনি বাঙালির প্রেরণার উৎস। দেশ ও জাতির কল্যাণে জীবন উৎসর্গ করেছেন বঙ্গবীর। আতাউল গণি ওসমানী মহান মুক্তিযুদ্ধে সাহসিকতার সঙ্গে সশস্ত্রবাহিনীর নেতৃত্ব দিয়েছেন। তাঁর দৃঢ় নেতৃত্বে বাঙালি বিজয় ছিনিয়ে এনেছে। বাঙালি জাতি আজীবন তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
মঙ্গলবার ওসমানী জাদুঘরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ওসমানী মেমোরিয়েল স্মৃতি ট্রাস্টের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক।
ওসমানী যাদুঘরের সহকারী কিপার মো. জিয়ারত হোসেন খানের সভাপতিত্বে ও কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুনা সুলতানা এবং মাহমুদা আক্তার সুমির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া, বঙ্গবীর ওসমানী গবেষণা ইনস্টিটিউটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান, মহানগর দায়রা জজ আদালতের পিপি ও সিলেট ওসমানী স্মৃতি ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট নওসাদ আহমদ চৌধুরী, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর বিভাগীয় সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সিলেট জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদউল্লাহ শহিদুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালিক, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, বঙ্গবীর ওসমানী গবেষণা ইন্সটিটিউটের প্রচার সম্পাদক রোটারিয়ান হেপী বেগম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উইমেন্স মডেল কলেজের চেয়ারম্যান রোটারিয়ান মাহবুব আলম মিলন, যুগ্ম আহ্বায়ক আহমদ কবির রিপন, প্রভাষক খালেদ উদ্দিন, ফুলকলির ডেপুটি ম্যানেজার জসিম উদ্দিন খন্দকার, রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদ হোসেন খান, যুব সংগঠক কয়েছ আহমদ সাগর, বশির আহমদ, আখতার হোসেন, মো. মামুন চৌধুরী, আলী হোসেন খান রাসেল প্রমুখ। সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন, ওসমানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়। বিকেলে ওসমানী যাদুঘর প্রাঙ্গনে আলোচনা সভা, শিশুদের মাঝে পুরস্কার বিতরণ, শিরনি বিতরণের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠান সমাপ্ত হয়।
বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ: বঙ্গবীর এমএজি ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টায় মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত, দুপুর ১২টা পর্যন্ত খতমে কোরআন, বাদ আছর হজরত শাহজালাল (র.) মাজার মসজিদে মিলাদ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খতমে কুরআন তেলাওয়াতে অংশগ্রহণ করেন মো. আব্দুস সালাম, জামির উদ্দিন, হোসাইন আহমেদ সিরাজ, দেলওয়ার হোসাইন, হোসাইন ছাতকী, কারী আবুল লেইছ, আলা উদ্দীন, আব্দুন নুর, হাবিব উল্লাহ, জাহেদ আহমেদ, বিল্লাল আহমেদ, গৌছ মিয়া, আয়াত উল্লাহ প্রমুখ।
খতমে কুরআন শেষে মিলাদ মাহফিল পরিচালনা ও বঙ্গবীর এম.এ.জি ওসমানীর আত্মর মাগফেরা কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন করেন মাওলানা হাফিজ ক্বারী আবু ইউসুফ চৌধুরী। এর আগে সকালে মরহুমের কবর জিয়ারত শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম।
কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের উপদেষ্টা সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন চৌধুরী, এডভোকেট শেখ আখতারুল ইসলাম, স্মৃতি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, সহ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমনু, সদস্য সিরাজুল ইসলাম, আমিন তাহমীদ, আল মামুন বাবলু, ইসমত ইবনে ইসহাক সানজিদ প্রমুখ।
জাতীয় জনতা পার্টি: জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণী ওসমানীর ৩৭তম মৃত্যুবার্ষিকীতে দলের সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ জোহর ওসমানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় জনতা পার্টির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তাহমিনুল ইসলাম খান, জাতীয় জনতা পার্টির সিলেট জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক আকলিছ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, মহানগরের পরিবেশ বিষয়ক সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চৌধুরী, সাবেক গোয়েন্দা সংস্থার কর্মকর্তা সৈয়দ শামসুল হক, আরমান আহমদ চৌধুরী, ইকবাল আহমদ সেলিম, তানভীর চৌধুরী ফাহিম প্রমুখ।
সেক্টর কমান্ডারস্ ফোরাম: মুহাম্মদ আতাউল গনি ওসমানীর মৃত্যুবার্ষিকীতে সেক্টর কমান্ডারস্ ফোরাম, মুক্তিযুদ্ধ-’৭১ সিলেট বিভাগীয় সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদালের নেতৃত্বে গতকাল মঙ্গলবার সকালে ওসমানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মহিউদ্দিন, বীর মুক্তযোদ্ধা শওকত আলী, বীর মুক্তযোদ্ধা আব্দুল খালিক, বীর মুক্তযোদ্ধা গোলাম রব্বানী, অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, অ্যাডভোকেট মুমিনুর রহমান টিটু, অ্যাডভোকেট মুহাম্মদ কুতুব উদ্দিন, ইছমত ইবনে ইছহাক সানজিদ, চৌধুরী সামিউর রহমান সায়েম, সেরিল আহমদ, ইমরান উদ্দিন প্রমুখ।
জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ ও গ্লোবাল ফাউন্ডেশন: বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবীর ওসমানী জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ ও বঙ্গবীর জেনারেল ওসমানী গ্লোবাল ফাউন্ডেশন’র যৌথ উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় নগরের একটি হোটেলের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শিক্ষাবিদ অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জির সভাপতিত্বে উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ও প্রধান সমন্বয়ক মুহাম্মদ ফয়জুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী।
আলোচনায় অংশ নেন, দৈনিক ইত্তেফাক সিলেট ব্যুরো প্রধান হুমায়ুন রশীদ চৌধুরী, উদযাপন পরিষদের যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, ওসমানী স্মৃতি সংসদ সিলেট’র সহসভাপতি আমিরুল হোসেন চৌধুরী, জাতীয় পার্টি সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ আলী, বাংলাদেশ শিশু একাডেমির সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাহবুবুজ্জামান চৌধুরী, উদযাপন পরিষদের যুগ্ম সদস্য সচিব ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার ও পরিষদের ভাইস-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা, আইনজীবী মুজিবুর রহমান চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত ও তরজমা পেশ করেন পরিষদের যুগ্ম সদস্য সচিব এডভোকেট আব্দুর রহমান চৌধুরী। আলোচনা অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন, পরিষদের প্রধান সমন্বয়ক ও ফাউন্ডেশনের আহ্বায়ক মুহাম্মদ ফয়জুর রাহমান। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমেদ শিহাব।
আরসি-০৩