নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৭, ২০২১
০৬:১৬ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২১
০৬:৫৯ পূর্বাহ্ন
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্যবিধি মেনে নগরের অন্তত পাঁচশ মণ্ডপ, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসায় পূজা আয়োজন করা হয়। আজ বুধবার রাতে প্রতিমা নিয়ে নগর শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার নানা বিধি-নিষেধের মধ্যে পূজা আয়োজন করা হয়। গতকাল সোমবার রাতে নগরের মন্ডপগুলোতে আলোকসজ্জায় সজ্জিত ও রঙিন সাজে সাজানো হয়। মঙ্গলবার সকালে মণ্ডপে-মণ্ডপে প্রতিমা স্থাপনের পর শুরু হয় পূজা। পূজা শেষে ভক্তরা দেবীর চরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর প্রসাদ বিতরণ করা হয়। করোনাভাইরাসের কারণে এবার পূজায় আড়ম্বর নেই। মণ্ডপে গান-বাজনাও ছিল সীমিত। সেই তুলনায় ভক্তদের উপস্থিতিও ছিল কম। পূজায় গান বাজানো হয়েছে সীমিতভাবে।
নগরের মির্জাজাঙ্গাল এলাকায় প্রতিবছর পূজা আয়োজন হয় সবচেয়ে বেশি। এবারও এর ব্যতিক্রম হয়নি। তবু পূজামণ্ডপগুলোতে ভক্তদের উপস্থিতি কম দেখা যায়। মঙ্গলবার সন্ধ্যায় পূজা দেখতে পরিবারের সদস্যদের নিয়ে বের হন নগরের লামাবাজারের জুঁই আচার্য।
তিনি সিলেট মিররকে বলেন, ‘পূজা মানেই উৎসব। বিশেষ করে সরস্বতী পূজায় শিক্ষার্থীদের আনন্দ অন্যমাত্রা পায়। কিন্তু এবার সেই আমেজ নেই। সংখ্যার দিক থেকে অনেক মণ্ডপে পূজা হলেও উৎসবে যেন প্রাণ নেই! সবখানেই শুধু আনুষ্ঠানিকতা হচ্ছে। এবার পূজার অন্যতম অনুষঙ্গ আরতি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও নেই।’
পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত জানান, করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার সীমিত পরিসরে পূজা উদযাপন করা হচ্ছে। পূজামণ্ডপে ভক্তিমূলক সংগীত ছাড়া অন্য কোনো গান বাজানো হচ্ছে না। উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে।
আজ বুধবার রাত ৮টায় নগরে প্রতিমা শোভাযাত্রা বের করা হবে জানিয়ে রজত কান্তি গুপ্ত বলেন, ‘প্রতিবছর যেসব সড়ক দিয়ে প্রতিমা শোভাযাত্রা হয় সেইসব সড়ক দিয়েই এবার প্রতিমা শোভাযাত্রা হবে। তবে প্রতিমা শোভাযাত্রায় সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না। তবে, কৃষ্টি অনুযায়ী ঢাক, ঢোল, কাঁসর ইত্যাদি বাজানো যাবে।’
কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নাইওরপুল পয়েন্ট, রামকৃষ্ণ মিশন পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট, লামাবাজার পয়েন্ট, শেখঘাট পয়েন্ট হয়ে সুরমা মার্কেট পয়েন্টে গিয়ে প্রতিমা শোভাযাত্রা শেষ হবে বলে তিনি জানিয়েছেন।
আরসি-০১