সিলেটে টিকা গ্রহণকারীর সংখ্যা লাখ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১৭, ২০২১
০৩:৫৮ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২১
০৪:০০ পূর্বাহ্ন



সিলেটে টিকা গ্রহণকারীর সংখ্যা লাখ ছাড়াল

সিলেট বিভাগে টিকা গ্রহণকারীর সংখ্যা এক লাখ ছাড়াল। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিভাগে ১২ হাজার ৩৯৮ জন টিকা নেন। এনিয়ে বিভাগে ১ লাখ ১৯ হাজার ৭৯ জন টিকা নিলেন। তবে সোমবার থেকে মঙ্গলবার টিকা গ্রহণকারীর সংখ্যা কমেছে প্রায় ৪ হাজার। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার বিভাগে ১২ হাজার ৩৯৮ জন টিকা গ্রহণ করেছেন। তবে গত সোমবার এ সংখ্যা ছিল ১৬ হাজার ২২৭ জন। ফলে মঙ্গলবার টিকা গ্রহণকারীর সংখ্যা কমেছে ৩ হাজার ৮২৯ জন। গতকাল সিলেট জেলায় টিকা নিয়েছেন ৪ হাজার ১৯০ জন। সুনামগঞ্জে টিকা নেন ১ হাজার ৯৮৮ জন, হবিগঞ্জে নেন ২ হাজার ৯৮০ জন এবং মৌলভীবাজারে টিকা নিয়েছেন ৩ হাজার ২৪০ জন। 

সিলেট জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার জেলায় ৪ হাজার ১৯০ জন টিকা গ্রহণকারীর মধ্যে ২ হাজার ৭০৪ জন পুরুষ এবং ১ হাজার ৪৮৬ জন নারী ছিলেন। এর মধ্যে নগরের টিকা গ্রহণ করেন ২ হাজার ১৬২ জন। নগরে টিকা নেওয়াদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ কেন্দ্র টিকা নেন ১ হাজার ৮৬২ জন। এদের মধ্যে পুরুষ ১ হাজার ৯৯ জন এবং নারী ৭৬৩ জন। পুলিশ হাসপাতালে টিকা নেন ৩০০ জন। এদের মধ্যে পুরুষ ছিলেন ২১০ জন এবং নারী ৯০ জন। 

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, জেলায় ৪২ বুথে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে নগরে ছিল ১৪টি বুথ। এসব কেন্দ্রের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি বুথ এবং বিভাগীয় পুলিশ হাসপাতালে ২টি বুথ রয়েছে। আর বাকি ১২ উপজেলায় ২টি করে ২৪ টি এবং সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) ৪টি বুথে টিকা দেওয়া হয়। প্রতিটি বুথে ২ জন টিকাদান কর্মী এবং ৪ জন করে স্বেচ্ছাসেবক রয়েছেন। 

মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় ছিল কিছুটা কম। অনেকেই টিকা নিবন্ধনের কার্ড নিয়ে এলেও ম্যাসেজ না আসায় টিকা নিতে পারেননি। ম্যাসেজ ছাড়া এখন আর কাউকেই টিকা দেওয়া হবে না জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা.আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, ‘এখন মোবাইলে ম্যাসেজের মাধ্যমে টিকা গ্রহণের তারিখ জানিয়ে দেওয়া হবে। তাই ম্যাসেজ ছাড়া কাউকেই টিকা দেওয়া হবে না। এ কারণেই মঙ্গলবার টিকা গ্রহণকারীর সংখ্যাও কিছুটা কম ছিল।’ 

তবে অনেকেই নিবন্ধন করার পরও ম্যাসেজ আসছে না বলে জানাচ্ছেন। এ বিষয়ে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.মো.জাহিদুল ইসলাম সিলেট মিররকে বলেন, ‘পর্যায়ক্রমে নিবন্ধনকারী সবার ম্যাসেজ আসবে। এটা কেন্দ্রের সক্ষমতা অনুযায়ী দেওয়া হয়, তাই হয়ত ম্যাসেজ আসতে একটু দেরি হতে পারে।’

এনএইচ/বিএ-১৬