নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৭, ২০২১
০৩:১৩ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২১
০৩:১৩ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানিগঞ্জে অভিযান চালিয়ে ১৭৩ বোতল বিদেশি মদসহ মো. সুমন মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে র্যাব। মঙ্গলবার র্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
আটক সুমন উপজেলার বাগজুর গ্রামের মনির মিয়ার ছেলে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে কোম্পানিগঞ্জ থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে।
র্যাব জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, এর কমান্ডিং অফিসার লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল কোম্পানিগঞ্জের বাগজুর এলাকায় অভিযান চালায়।
এসময় ১৭৩ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি মো. সুমন মিয়াকে আটক করা হয়। অভিযানে র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এএসপি ওবাইন এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসান আল আলম উপস্থিত ছিলেন।
বিএ-১৫