গোলাপগঞ্জে জলাতঙ্ক নির্মূলে কুকুর টিকাদান কার্যক্রম অবহতিকরণ সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৬, ২০২১
১১:১০ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২১
১১:১০ অপরাহ্ন



গোলাপগঞ্জে জলাতঙ্ক নির্মূলে কুকুর টিকাদান কার্যক্রম অবহতিকরণ সভা

বাংলাদেশ থেকে ২০২৩ সালের মধ্যে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে সিলেটের গোলাপগঞ্জে ব্যাপকহারে কুকুর  টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০২১ অবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মনিসর চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির। 

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন - উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম, ডা. শাওনেওয়াজ রহমান,উপজেলা মাধ্যমিক কর্মকররতা অভিজিৎ কুমার পাল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, ভাদেশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ নাথ, সিনিয়র সাংবাদিক আব্দুল আহাদ,গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, এমডিভি মনিটর সুপার ভাইজার কাজী নাসিম আহমদ। 

এ সময় সভায় কুকুরের ভ্যাকসিন কার্যক্রম সম্পর্কে মূল বক্তব্য উপস্থাপন করেন এমডিভি সুপার ভাইজার শরিফুল ইসলাম। 

তিনি জানান আগামী ১৯ তারিখ হতে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত গোলাপগঞ্জে ব্যাপক হারে কুকুরের  টিকা প্রদান করা হবে। এজন্য প্রতি ইউনিয়নে দুইটি ও পৌরসভায় পাঁচটি টিম কাজ করবে। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেছেন। 

এফ এম/বি এন-১১