শাবিতে বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা

শাবি প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৬, ২০২১
১০:১৯ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২১
১০:১৯ অপরাহ্ন



শাবিতে বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা

করোনায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।

পূজা উপলক্ষে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টায় প্রতিমা স্থাপন, সকাল ৮টায় পূজা শুরু, ১০টায় পুষ্পাঞ্জলি অর্পণ ও প্রসাদ বিতরণ শুরু হয়। 

অন্যদিকে সন্ধ্যা ৬টায় সন্ধ্যা আরতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিকে সকাল থেকে মণ্ডপে পূজা দিতে আসেন সনাতন ধর্মালম্বী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক বর্মন অসীম বলেন, করোনা মহামারীর জন্য অন্যান্যবারের তুলনায় এবার বড় পরিসরে পূজা উদযাপন করতে পারিনি। অন্যান্য বছর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলে উদ্দীপনা নিয়ে আমাদের পূজার মন্ডপে এসে প্রসাদ নিতো। এবার বড় পরিসরে করতে না পারায় আমরা আন্তরিভাবে দুঃখিত। তবে আশা রাখি দেশের প্রতিটি মানুষ অসাম্প্রদায়িকতা, অজ্ঞানতার অন্ধকার, কূপমণ্ডূকতা আর অকল্যাণকর সব বাধা পেরিয়ে একটি উন্নত সমাজ গঠনে এগিয়ে আসবে।

এইচ এন/বি এন-০৫