গোলাপগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২১
০৯:৩১ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২১
০৯:৩১ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে সরকারি পুকুর ভরাট করে জেলা পরিষদের মার্কেট নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে এলাকাবাসীর দুই দিনের কর্মসূচির প্রথম দিনে গণস্বাক্ষর অভিযান সোমবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হয়েছে।
ঢাকা দক্ষিণ ডাক বাংলোর প্রবেশ মুখে গণস্বাক্ষার প্রদান স্থানে সকাল থেকে এলাকার সর্বস্তরের মানুষ স্বাক্ষর প্রদান করেন।
পুকুর রক্ষায় স্বতস্ফুর্ত এলাকাবাসী লাইনে দাঁড়িয়ে তাদের স্বাক্ষর প্রদান করে। প্রথম দিনেই প্রায় ১ হাজার মানুষ পুকুর রক্ষায় স্বাক্ষর প্রদান করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আজও স্বাক্ষর গ্রহণ করা হবে এবং পরদিন সিলেট বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান তারা।
এসময় তারা বলেন, পুকুরের সাথে প্রকৃতির অবিচ্ছেদ্য সম্পর্ক, এলাকার ইতিহাস ঐতিহ্যে এবং স্থানীয়দের প্রয়োজনীয়তার বিষয় জড়িত । ঢাকাদক্ষিণ বাজারের প্রাচীন সরকারি পুকুর বাজারের অন্যতম ঐতিহ্য।
তারা পুকুর রক্ষায় প্রশাসন, পরিবেশ অধিদপ্তরসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তর গুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়ে বলেন, জেলা পরিষদ ইতোমধ্যে পুকুরের প্রায় ২০ ফুট ভিতরে দেয়াল নির্মাণ করেছে। এই অবস্থা চলতে থাকলে আগামীদিনে পুকুরের অস্তিত্বই হারিয়ে যাবে। তারা অবিলম্বে পুকুরের মধ্যে নির্মিত দেয়াল অপসারণ করে পুকুরের যথাযথ সীমানা নির্ধারণ করে পুকুর সংস্কার করার দাবি জানান।
এফ এম/বি এন-২