নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৬, ২০২১
০৬:৫৮ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২১
১১:৫৮ অপরাহ্ন
বীর মুক্তিযোদ্ধা ও বামপন্থী রাজনীতিবিদ খfয়রুল হুদা চৌধুরী মারা গেছেন। তিনি গতকাল সোমবার (১৫ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের বনমাউথে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
তিনি ১৯৩১ সালের ১ অগাস্ট গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোসলেহ্ উদ্দিন চৌধুরী।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হলে যুক্তরাজ্যে যে সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল খয়রুল আলম চৌধুরী ছিলেন তাঁদের অন্যতম।
ছাত্রজীবন থেকে বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। ৫২’র ভাষা আন্দোলন থেকে পরবর্তীকালের প্রতিটি গণমুখী আন্দোলনে অংশগ্রহণ করেন খায়রুল হুদা চৌধুরী।
১৯৫৬ সালে কাগমারীতে অনুষ্ঠিত আওয়ামী লীগের কনফারেন্সে সিলেট থেকে কাউন্সিলর নিযুক্ত হন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে তিনি অংশগ্রহণ করেন এবং পরে স্বাধীনতাযুদ্ধের সময় করিমগঞ্জ হিন্দি স্কুলে ক্যাম্প অর্গানাইজার নিযুক্ত হন।
বিএ-০৫