করোনামুক্ত হলেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.জাহিদ

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১৬, ২০২১
০৭:৪০ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২১
০৭:৪০ পূর্বাহ্ন



করোনামুক্ত হলেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.জাহিদ

দ্বিতীয় দফায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.জাহিদুল ইসলাম।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ওসমানী মেডিকেল কলেজে নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা নেগেটিভ আসে।

দ্বিতীয়বারের মত গত ৯ ফেব্রুয়ারি তার করোনা শনাক্ত হয়। 

সোমবার রাতে ডা.জাহিদুল ইসলাম নিজেই সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওসমানী মেডিকেল কলেজের ল্যাব ইনচার্জ জানিয়েছেন ফলাফল নেগেটিভ এসেছে।’

প্রসঙ্গত, এর আগে গত বছরের ২৪ জুলাই সপরিবারে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। ওই সময় করোনা আক্রান্ত হয়ে তার বাবাও মারা যান। সিলেটে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়া প্রথম ব্যক্তি ডা. জাহিদ।

 

এনএইচ-০১/এএফ-০১