নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৬, ২০২১
০৬:৩১ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২১
০৬:৩৪ পূর্বাহ্ন
কোম্পানীগঞ্জের পল্লিচিকিৎসক রেজাউল করিম হায়াত হত্যারহস্য এখনও উন্মোচন করতে পারেনি পুলিশ। এ অবস্থায় গ্রেপ্তার দুই আসামি লালবাজারের হোটেল এমদাদিয়ার ম্যানেজার ও প্রহরিকে আবারও রিমান্ডে নিয়েছে পুলিশ। গত ১ ফেব্রুয়ারি নগরের লালবাজারে একটি হোটেলের পেছন থেকে রেজাউল করিম হায়াতের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, খুনের রহস্য উদঘাটন করতে গ্রেপ্তার দুই আসামিকে আগে দুইদিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদে তারা কোনো তথ্য দেননি। তাই সোমবার আবারও রিমান্ড আবেদন করা হয়। সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরও দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
তিনি জানান, হোটেল এমদাদিয়া থেকে সংগৃহীত নমুনা সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। সেখানকার রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। ওই রিপোর্ট এলে মামলার তদন্তে গতি আসবে।
গত ১ ফেব্রুয়ারি এমদাদিয়ার পার্শ্ববর্তী হোটেল মোহাম্মদীয়ার পেছনে রক্তাক্ত অবস্থায় হায়াতের লাশ পাওয়া যায়।
নিহতের চাচাতো ভাই আব্দুর রহিম জানিয়েছেন, ‘লাশ উদ্ধারের দুদিন আগে তার ভাই হায়াত ফোন করে তাকে বাঁচানোর আকুতি জানিয়েছিলেন। ওই সময় তারা হোটেল এমদাদিয়ায় এসে খোঁজও করেছিলেন। কিন্তু হোটেল কর্তৃপক্ষ ওই সময় কোনো সদুত্তর দিতে পারেনি।’
আরসি-০৩