নগরে ট্রাক চলাচলে নতুন নিয়ম কার্যকর

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১৬, ২০২১
০৬:২২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২১
০৬:৪০ পূর্বাহ্ন



নগরে ট্রাক চলাচলে নতুন নিয়ম কার্যকর
কঠোর নজরদারি করবে পুলিশ

-ফাইল ছবি

সিলেট নগরের ভেতর দিয়ে ট্রাক চলাচলে নতুন নিয়ম কার্যকর করেছে পুলিশ। গত রবিবার রাত থেকে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ নির্ধারিত নতুন সময়সূচি অনুযায়ী ট্রাক চলাচল করছে।

নতুন সময়সূচি অনুযায়ী কোম্পানীগঞ্জ বাইপাস থেকে রাত ১০টায়, তেমুখী বাইপাস থেকে রাত ৯টায় এবং টিলাগড় এলাকা থেকে রাত ৯টায় ট্রাক চলাচল করছে।

এসএমপির উপকমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। এসএমপির ট্রাফিক বিভাগ এ ব্যাপারে কঠোর নজরদারি করবে বলে তিনি জানিয়েছেন।

প্রসঙ্গত, নগরে ট্রাকচাপায় একের পর এক প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন নগরবাসী আন্দোলনে নামেন। এক মাসে ট্রাকচাপায় তিনজনের মৃত্যু হয়। আন্দোলনকারীরা সড়ক দুর্ঘটনা রোধে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত নগরের ভেতর দিয়ে ট্রাক চলাচল বন্ধের দাবি জানান। এ দাবিতে মানববন্ধন, মতবিনিময়সহ নানা কর্মসূচি পালন করা হয়।

গত ২২ জানুয়ারি সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের উপস্থিতিতে এ নিয়ে আলোচনা হয়। এরই প্রেক্ষাপটে এসএমপি নতুন সময়সূচি নির্ধারণ করে।

আরসি-০২