নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৬, ২০২১
০৪:৪২ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২১
০৪:৪২ পূর্বাহ্ন
নগরে চলন্ত অটোরিকশায় ছিনতাই
নিজস্ব প্রতিবেদক
নগরের বন্দরবাজার থেকে বাগবাড়ী যাওয়ার পথে সোমবার রাত সাড়ে ৮টার দিকে চলন্ত অটোরিকশায় ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী। ছিনতাইকারীরা তার গলা ও কানের হার ছিনিয়ে নেয়। এরপর ওই নারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে আটক করেন।
আটককৃতরা হলো- অটোরিকশাচালক বিশ্বনাথ থানার পেশকারগাও এলাকার মৃত আব্দুর রকিবের ছেলে নজরুল ইসলাম (২৫) ও সুনামগঞ্জের বিশ^ম্ভরপুর উপজেলার মৃত আব্দুস সত্তারের ছেলে জাকির হোসেন (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছিনতাইয়ের শিকার বাগবাড়ি এলাকার ফরিদ মিয়ার স্ত্রী হাসান মার্কেটের সামন থেকে একটি অটোরিকশায় উঠেন। গাড়িতে চালক ছাড়াও আরো ২ পুরুষ যাত্রী ছিল। অটোরিকশাটি লামাবাজার এলাকা পাড়ি দিলে দুই ছিনতাইকারী তার মুখ চেপে গলায় চাকু ধরে কান ও গলার হার ছিনিয়ে নেয়। তারা ওই নারীকে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে চুপ থাকার নির্দেশ দেয়। কিন্তু তিনি পুলিশ লাইনসের সামনে গিয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে সাধারণ মানুষ ও কয়েকজন পুলিশ এগিয়ে এসে সিএনজি-অটোরিকশাটি আটক করেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, দুইজন আটক হলেও ছিনতাইকারী চক্রের এক সদস্য পালিয়ে গেছে। সে ওই নারীর গলার হার নিয়ে পালিয়েছে। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ।
এসএইচ/ বিএ-১৯