সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২১
০৩:২৪ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২১
০৩:২৪ পূর্বাহ্ন
বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ৩৭তম মৃত্যু বার্ষিকী আগামীকাল মঙ্গলবার। দিবসটি ঘিরে দুই দিনব্যাপী কর্মসূচীর মধ্যে সোমবার (১৫ ফেব্রুয়ারি) প্রথমদিন সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
‘বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেট’র পক্ষ থেকে সকাল সাড়ে ১১টায় নগরের নাইরপুলে ওসমানী যাদুঘরে শিক্ষিত বেকার মুক্তিযোদ্ধার সন্তান ও সুবিধা বঞ্চিতদের মধ্যে এগুলো বিতরণ করা হয়। সুবিধা বঞ্চিত মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ এবং গরীব মেধাবী (৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি) শিক্ষার্থী যারা আর্থিক সঙ্কটের কারণে ভর্তি হতে পারেনি তাদের মধ্যে নগদ টাকা ও শিক্ষা উপকরণাদি বিতরণ করা হয়।
বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী দেলোয়ার হোসেন জিলনের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ওসমানী জাদুঘরের সহকারী পরিচালক জিয়ারত হোসেন খান, স্মৃতি সংসদের সহ-সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমনু, প্রকাশনা ও প্রচার সম্পাদক শফিকুর রহমান শফিক, সদস্য আমিন তাহমীদ, কয়েছ আহমদ সাগর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কারী মো. নুরুল হক, সেলু মিয়া, চুনু মিয়া, হফিজ ফয়ছল আহমদ, ছবদিল আলম, শমসের আলম, শফিকুল হক, শিপন খান প্রমুখ।
খতমে কুরআন মাজিদ তেলাওয়াত অংশগ্রহণ করে এতিম শিক্ষার্থীবৃন্দ ও পরিচালনা করেন হাফিজ মাওলানা আমির উদ্দিন (রহ.) এতিমিয়া হাফিজিয়া মাদরাসা ইসলামপুরের হিফজ বিভাগের প্রধান হাফিজ নজির হোসেন। মিলাদ শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা শামসুল ইসলাম।
এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবীর ওসমানীর মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বাদ জোহর বঙ্গবীর ওসমানীর বাড়ীতে বঙ্গবীর ওসমানী ট্রাস্ট কর্তৃক আয়োজিত মিলাদ মাহফিলে অংশ গ্রহণ, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হজরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে খতমে কোরআন এবং বাদ আছর হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে মিলাদ শেষে মরহুমের মাজার জিয়ারত কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, ওসমানী ভক্তসহ সংশ্লিষ্ট সকলকে যথাসময় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
বিএ-১৪