কোম্পানীগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২১
০৩:২৩ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২১
০৩:২৩ পূর্বাহ্ন
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের নবগঠিত কমিটির সভাপতি দেবব্রত ঘোষ চৌধুরী বাপ্পা ও সাধারণ সম্পাদক আনিস রাহমানসহ নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা বিনিময় করেছেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাব।
আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) ইমজা'র কার্যালয়ে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রুবেল আহমদ, সদস্য সোহরাব আহমদ, কবির আহমদ, জাহিদ হাসান, মোস্তাক আহমদ রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
ইমজা'র নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) নবনির্বাচিত কমিটির মাধ্যমে সিলেটের সাংবাদিকতার ঐতিহ্য অক্ষুন্ন থাকবে। সাংবাদিকদের মধ্যে যে সৌহার্দপূর্ণ সম্পর্ক ছিল তা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। নতুন কমিটি ইমজাকে উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। ইমজা পেশাদার সাংবাদিকদের বিচরণক্ষেত্রে পরিণত হবে এবং পেশার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমকে/আরআর-১১