নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৬, ২০২১
০১:৩৫ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২১
০১:৫৫ পূর্বাহ্ন
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলা সমন্বয়ক ও বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা কমরেড আবু জাফরের ফেইসবুক আইডি হ্যাকড হয়েছে। ফেইসবুক আইডি হ্যাকড হওয়ার পরিপ্রেক্ষিতে আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) সিলেট বিমানবন্দর থানায় জিডি করা হয়েছে।
এবিষয়ে কমরেড আবু জাফর বলেন, গতকাল রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১ টায় ফেইসবুক আইডি হ্যাকড হয়। এরপর আমার আইডি থেকে বিভিন্ন জনের কাছে আমার নামে (০১৩২২১৮৬৪০৩) এই মোবাইল নাম্বারে টাকা ধার চায়। তখন অনেকে সরাসরি আমাকে কল দিয়ে টাকার ধারের বিষয়ে জানতে চাইলে আমি ফেইসবুক আইডি হ্যাকড হওয়ার বিষয়টি বুঝতে পারি। আমি সাংগঠনিক কাজে গতকাল রবিবার সুনামগঞ্জ থাকায় সঙ্গে সঙ্গে বাসদের নেতা-কর্মীদের বিষয়টি জানিয়ে বলি কেউ যেন বিভ্রান্ত হয়ে এই নাম্বারে টাকা না পাঠায়।
তিনি আরও বলেন, পরবর্তীতে বাসদের নেতা-কর্মীরা আমার ফেইসবুক আইডি হ্যাকড এর বিষয়টি নিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দেন। আমি সাংগঠনিক কাজে গতকাল সুনামগঞ্জ থাকায় আজ সোমবার থানায় জিডি করেছি। (জিডির নাম্বার ৬৮৫)।
এনএইচ/বিএ-০৯