গোলাপগঞ্জে পুকুর রক্ষার দাবিতে কর্মসূচি ঘোষণা

গোলাপগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৬, ২০২১
১২:০২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২১
১২:০৩ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে পুকুর রক্ষার দাবিতে কর্মসূচি ঘোষণা

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে সরকারি পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের চেষ্টার প্রতিবাদে ঢাকাদক্ষিণ এলাকাবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় স্থানীয় ডাকবাংলোতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ঢাকাদক্ষিণ বাজারের প্রাচীন পুকুর ভরাট করে জেলা পরিষদের মার্কেট বানানোর চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জেলা পরিষদ ইতোমধ্যে পুকুরের প্রায় ২০ ফুট ভেতরে দেয়াল নির্মাণ করেছে।

তারা বলেন, বাজারের গুরুত্বপূর্ণ ও প্রাচীন পুকুরটি কোনোভাবেই নষ্ট করা যাবে না। অবিলম্বে পুকুরের মধ্যে নির্মিত দেয়াল অপসারণ করে পুকুরের সীমানা নির্ধারণ করে পুকুর সংস্কার করার দাবি জানান তারা।

সভায় সর্বসম্মতিক্রমে উপস্থিত ব্যক্তিবর্গের মধ্য থেকে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মুতলিবকে আহ্বায়ক করে এবং উপজেলা আওয়ামী লীগ নেতা শাহাব উদ্দিন আহমদকে সদস্য সচিব করে পুকুর রক্ষা কমিটি গঠন করা হয়। কমিটিতে যুগ্ম-আহবায়ক হিসেবে আছেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ডা. আব্দুর রহমান, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ রোশন, স্থানীয় মুরুব্বি আব্দুর নূর মছলাই মিয়া, আব্দুস শহীদ খান জিলা মিয়া, ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, ঢাকাদক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল লেইস, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সভাপতি বদরুল ইসলাম জামাল, ব্যবসায়ী নুরুল আমিন লিলন মিয়া, রাজনীতিবিদ নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা এনামুল হক রুহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, ঢাকাদক্ষিণ বণিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমদ, ঢাকাদক্ষিণ বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মাস্টার আব্দুল মুনিম, মাস্টার আব্দুল জলিল, সেলিম আহমদ, রাজনীতিবিদ আতাউর রহমান উতু ও মনিরুজ্জামান উজ্জল। এছাড়া সদস্য হিসেবে আছেন, আক্তার হোসেন লাল মিয়া, আব্দুস সামাদ, মিজানুর রহমান, ছারবেছ আহমদ, এনামুল হক চৌধুরী ও রিপন আহমদ।

পরে আহ্বায়ক কমিটি দুইদিনের কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির মধ্যে আছে সোমবার (১৫ ফেব্রুয়ারি) ডাকবাংলোর ফটকে গণস্বাক্ষর অভিযান এবং মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সিলেট বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান। তারা সভা থেকে  জেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি পুকুর ভরাট করে মার্কেট নির্মাণ করার বিষয়টি জানেন না বলে জানিয়েছেন। এলাকার ঐতিহ্যবাহী পুকুর রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে তারা সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলোর প্রতি আহ্বান জানান।

 

এফএম/আরআর-০১