শাবিতে সরস্বতী পূজা উদযাপন কাল

শাবিপ্রবি প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৫, ২০২১
০৬:০৮ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২১
০৬:০৮ অপরাহ্ন



শাবিতে সরস্বতী পূজা উদযাপন কাল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সরস্বতী পূজা উদযাপন করা হবে।

এবারের পূজা উদযাপন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অশোক বর্মন অসীম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নান্টু রঞ্জন বিশ্বাস।

পূজা উদযাপনের দিন সকাল ৭টায় প্রতিমা স্থাপন, ৮টায় পূজা আরম্ভ, ১০টায় পুষ্পাঞ্জলি প্রদান এবং মহা-প্রসাদ বিতরণ, সন্ধ্যা ৬টায় সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হবে।

পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক বর্মন অসীম বলেন, করোনা মহামারীর জন্য অন্যান্যবারের তুলনায় এবার বড় পরিসরে পূজা উদযাপন করতে পারছি না। অন্যান্য বছর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলে উদ্দীপনা নিয়ে আমাদের পূজামন্ডপে এসে প্রসাদ নিতেন। তবে করোনা মহামারীর জন্য এবার আমরা বড় পরিসরে করতে পারছি না। এজন্য আমরা আন্তরিভাবে দুঃখিত। আশাকরি স্বাস্থ্যবিধি মেনে সকলে উপস্থিত থাকবে এবং পূজা উদযাপনে সহযোগিতা করবে।

এইচএন/বিএ-০৩