সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২১
০৭:৫০ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২১
০৭:৫০ পূর্বাহ্ন
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রগতিশীল আন্দোলনের অন্যতম পুরোধা, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি পীর হবিবুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আগামীকাল মঙ্গলবার।
এ উপলক্ষে সিলেট জেলা গণতন্ত্রী পার্টি নানা কর্মসূচি গ্রহণ করেছে। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে- আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় মরহুমের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ শেষে দক্ষিণ সুরমার বাগরখলস্থ গ্রামের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময়।
এসব কর্মসূচিতে পার্টির নেতাকর্মী, শুভাকাক্সক্ষী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব রাজনৈতিক দলের নেতাকর্মীকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন, গণতন্ত্রী পার্টি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী ও মহানগর শাখার আহ্বায়ক মাছুম আহমদ।
আরসি-০৬