নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৫, ২০২১
০৭:৪৩ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২১
০৯:৪২ পূর্বাহ্ন
গণটিকা কার্যক্রম শুরুর পর সিলেটে প্রতিদিন টিকা গ্রহণকারীর সংখ্যা বাড়লেও সপ্তম দিনে এসে টিকা গ্রহণকারীর সংখ্যা কমেছে। রবিবার সিলেট বিভাগে টিকা নিয়েছেন ১৩ হাজার ৭৬ জন। আর গত শনিবার নিয়েছিলেন ১৬ হাজার ৮৭ জন। এর আগের দিন টিকা নিয়েছিলেন ১৫ হাজার ৭৩৯ জন।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, স্পট নিবন্ধন বন্ধ হওয়ায় টিকা গ্রহণকারীর সংখ্যা কিছুটা কমেছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল রবিবার বিভাগে ১৩ হাজার ৭৬ জন টিকা গ্রহণকারীর মধ্যে ৮ হাজার ২৭২ জন পুরুষ এবং নারী ছিলেন ৪ হাজার ৮০৪ জন। সিলেট জেলায় গতকাল টিকা নিয়েছেন ৫ হাজার ৭৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৯৮৫ জন, হবিগঞ্জে ২ হাজার ৬০ জন এবং মৌলভীবাজারে টিকা নিয়েছেন ২ হাজার ৯৫৫ জন।
সিলেট জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রবিবার জেলায় টিকা গ্রহণকারীর মধ্যে ৩ হাজার ৩১৮ জন পুরুষ এবং ১ হাজার ৭৫৮ জন নারী। এদের মধ্যে নগরে টিকা নিয়েছেন ৩ হাজার ৬৮ জন। নগরে টিকা নেওয়াদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নিয়েছেন ২ হাজার ৫৭১ জন। এর মধ্যে ১ হাজার ৫০৯ জন পুরুষ এবং ১ হাজার ৬২ জন নারী। পুলিশ লাইনস হাসপাতালে টিকা নেন ৩৫০ জন। এদের মধ্যে ২৩৪ জন পুরুষ এবং নারী ১১৬ জন। এছাড়া বিজিবি ক্যাম্পে ১৪৭ জন টিকা নেন। এদের মধ্যে ১৩৬ জন পুরুষ এবং ১১ জন নারী ছিলেন।
টিকাকেন্দ্র ও বুথের সংখ্যা সমান থাকা সত্ত্বেও টিকা গ্রহণকারীর সংখ্যা কমে যাওয়া সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, ‘কেন্দ্রে স্পট নিবন্ধন বন্ধ হওয়ার কারণে টিকা গ্রহণকারীর সংখ্যা রবিবার কিছুটা কমেছে। এ সংখ্যা বাড়াতে হবে।’
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, রবিবার সুনামগঞ্জে টিকা গ্রহণকারীর মধ্যে ১ হাজার ৮৫৭ জন পুুরুষ এবং ১ হাজার ১২৮ জন নারী। হবিগঞ্জে ১ হাজার ২৬৪ জন পুরুষ এবং ৭৯৬ জন নারী টিকা নিয়েছেন। মৌলভীবাজার জেলায় রবিবার টিকা গ্রহণকারীর মধ্যে ১ হাজার ৮৩৩ জন পুরুষ এবং ১ হাজার ১২২ জন নারী রয়েছেন।
আরসি-০৫