নগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১৫, ২০২১
০৭:৩৩ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২১
০৭:৩৩ পূর্বাহ্ন



নগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরের শিবগঞ্জ এবং আম্বরখানা এলাকায় ৩টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ এ অভিযান পরিচালনা করেন।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সচেতনতামূলক লিফলেট বিতরণ, ন্যায্যমূল্যে পণ্য ক্রয় ও বিক্রয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙ্গিয়ে রাখার নির্দেশ প্রদান করা হয়। র‌্যাব-৯ এর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

বিষয়টি নিশ্চিত করে শ্যামল পুরকায়স্থ সিলেট মিররকে বলেন, ‘রবিবার নগরে ৩টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটি রেস্টুরেন্ট ও দুইটি ফার্মেসি রয়েছে।’  

আরসি-০৪