সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২১
০৭:১২ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২১
০৭:১২ পূর্বাহ্ন
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত আগুন নিয়ে খেলার নামান্তর। শহীদ জিয়াকে নিয়ে ষড়যন্ত্রের পরিণাম শুভ হবে না।’
রবিবার বিকেলে রেজিস্ট্রারি মাঠে সিলেট জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কামরুল হুদা জায়গীরদার বলেন, ‘বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী যা কিছু ভালো অর্জন তার সঙ্গে শহীদ জিয়ার নাম অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। শহীদ জিয়ার খেতাব বাতিলের ষড়যন্ত্রের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকার প্রমাণ করেছে তারা মুক্তিযুদ্ধের সম্মুখ নায়কদের সম্মান করতে জানে না। যাপ্রকারান্তরে বীর মুক্তিযোদ্ধারের অসম্মানের শামিল।’
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়ছলের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা তৈয়বুর রহমান।
সমাবেশে বক্তব্য দেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামিয়া বেগম চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, মাজহারুল ইসলাম ডালিম, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি হাজী শাহাব উদ্দিন, জালাল উদ্দিন চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির আহবায়ক একেএম তারেক কালাম, জেলা কৃষক দলের আহ্বায়ক শহীদ আহমদ চেয়ারম্যান, নুর মিয়া চেয়ারম্যান, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি গোলাম রব্বানী, জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মঈনুল হক, সাবেক সহসাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ, হাবিবুর রহমান হাবিব, সাবেক সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, আল মামুন খান, শাকিল মুর্শেদ, সাবেক সহ-কোষাধ্যক্ষ ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, সাবেক সহ কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আহমদ রেজা, সাবেক সহ-ক্রীড়া সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, সাবেক সহ-সম্পাদক রফিকুল ইসলাম শাহপরাণ, আব্দুল লতিফ, মাহমুদ আলী সাধু, ইসলাম উদ্দিন, বশির উদ্দিন, রফিকুল হক, জয়নুদ্দিন মেম্বার, আজাদুর রহমান আজাদ, আব্দুর রহিম, বাদশা আহমদ, আকবর আলী, গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন নাদিম, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফ উদ্দিন ফরহাদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এম.এ রহিম, ওসমান গণি, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসনাত, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহ্বায়ক বাবর আহমদ রনি, স্বেচ্ছাসেবক দলের দেলওয়ার হোসেন চৌধুরী, আকবর আলী খান, দেওয়ান জাকির হোসেন খান, ছাত্রদলের তানভীর চৌধুরী, হেলিম খান মাসুদ প্রমুখ।
আরসি-০২