শাবি শেরপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে প্রেমরাজ-ফরহাদ

শাবিপ্রবি প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৫, ২০২১
০৩:১০ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২১
০৩:৫১ পূর্বাহ্ন



শাবি শেরপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে প্রেমরাজ-ফরহাদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত শেরপুর জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘শেরপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’র নতুন কমিঠি গঠন করা হয়েছে। এতে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের শিক্ষার্থী প্রেম রাজ সাহাকে সভাপতি ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ফরহাদুল ইসলাম সুমনকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। 

শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এ কমিটি গঠন করা হয় বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

নতুন কমিটিতে উপদেষ্ঠা হিসেবে রয়েছেন রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, একই বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, একই বিভাগের প্রভাষক মনিরুল ইসলাম, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. রহমতুজ্জামান রানা, মীরপুর বাংলা কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, অর্থনীতি বিভাগের অ্যালামনাই সদস্য রিয়াসাত প্রতীক, প্রতিষ্ঠাকালীন সভাপতি মনির হোসাইন, সদ্য সাবেক সভাপতি আরিফুল সোহেল।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোতালেব হোসাইন , সহসভাপতি আরেফিন ইমন, নাঈম সরকার, মেহেদী হাসান মীম, সহসাধারণ সম্পাদক নেছার উদ্দিন নান্নু, সুমন মিয়া, কোষাধ্যক্ষ হোসনে আরা জামান শেলি, সহকোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সহসাংগঠনিক সম্পাদক দুর্জয় সরকার তীর্থ ও সাজ্জাদ হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক সানজিদা রহমান, সহসাংস্কৃতিক সম্পাদক আফরা আনজুম, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম শরীফ। 

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সিয়াম, সাকিব, রুবেল, ফারিয়া, নাফিজ, শাহাদাত শাওন, সিনথিয়া, মুক্তা, মুহতাসিম আহমেদ রাফি, তৌহিদুল ইসলাম শাকিল, তীর্থ ও ইকরামুল।

বিএ-২৫