কানাইঘাটে নৌকার মেয়রপ্রার্থীর জয়

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১৫, ২০২১
০১:১০ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২১
০১:২৯ পূর্বাহ্ন



কানাইঘাটে নৌকার মেয়রপ্রার্থীর জয়

পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপে অনুষ্ঠিত সিলেটের কানাইঘাট পৌরসভার নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র লুৎফুর রহমান। আনুষ্ঠানিকভাবে এখনও ফলাফল ঘোষনা না হলেও একটি সূত্রে জানা গেছে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ১৪৬ ভোট ব্যবধানে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী লুৎফুর রহমান।

জানা গেছে, কানাইঘাট পৌরসভা নির্বাচনে সবকটি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থী নৌকার লুৎফুর রহমান পেয়েছেন ৩ হাজার ৮৩২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সুহেল আমিন জগ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬৮৬ ভোট।  এছাড়া নারিকেল গাছ প্রতীকের প্রার্থী মো. নিজাম উদ্দিন ৩ হাজার ৬৩ ভোট এবং ধানের শীষের প্রার্থী মো.শরীফুল হক খান পেয়েছেন ২ হাজার ৫২০ ভোট।

 

এএফ/০৫