বিশ্বনাথ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২১
১০:২১ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২১
১০:২২ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথে টাকা আত্মসাৎ ও প্রতারণা মামলার আসামি আহমদ আলী (৪৮) নামের এক যুক্তরাজ্য প্রবাসীকে প্রতারণা মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) তিনি সিলেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নিদের্শ দেন।
আহমদ আলী উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ পশ্চিম গাঁওয়ের মৃত খোয়াজ আলীর ছেলে। আহমদ আলী তার নিকটাত্মীয় ১ কোটি ২১ লাখ ৫৯ হাজার ৫৮১ টাকা আত্মসাৎ ও প্রতারণা করায় মামলায় আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।
মামলার বাদী একই গ্রামের বাসিন্দা ও বিশ^নাথ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবারক আলী ।
টাকা আত্মসাৎ ও প্রতারণা মামলার আসামি আহমদ আলীকে কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবি মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘আসামি উচ্চ আদালতের জামিন শেষে রবিবার সিলেট জুডিশিয়াল ম্যাজেস্ট্রিট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন। ’
জানা গেছে, ২০১৯ সালের ২৩জুন প্রবাসী আহমদ আলীকে একমাত্র আসামি করে সিলেটের সিনিয়র জ্যুডিসিয়েল ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালতে ১কোটি ২১লাখ ৫৯হাজার ৫৮১টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করেন আবারক আলী। বর্তমান মামলা নং (বিশ্বনাথ জিআর ১২১/১৯ইং) ।
এম এ/বি এন-৭