শাবিপ্রবির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাবি প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৪, ২০২১
০৭:৩২ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২১
১০:১৬ অপরাহ্ন



শাবিপ্রবির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

করোনায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে উৎসব ও উদ্দীপনার মধ্যে দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

এতে প্রতিষ্ঠার ৩১তম পা রাখলো দেশের প্রথম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবি।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ দিবস সূচনা করা হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এর পরবর্তী সময়ে বেলুন উড়িয়ে ৩০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ বলেন, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজ আমাদের বিশ্ববিদ্যালয় ৩০ বছর পার করেছে। এসময়ের মধ্যে আমাদের অনেক অর্জন রয়েছে।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, গত কয়েক বছরের মধ্যে আমাদের অবকাঠামোগত উন্নয়নের গতি বেড়েছে কয়েকগুণ। বর্তমানে আমাদের শিক্ষা-গবেষণার মান অনেক ভালো। সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিকতায় আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রোল মডেল। সামনের দিনগুলোতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। 

উপাচার্য আরও বলেন, বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের আলো ছড়িয়ে পড়ছে দেশ ও দেশের বাইরে। আশাকরি সকলের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা ফলে একদিন এ বিশ্ববিদ্যালয় বিশ্বের অনন্য উচ্চতায় অবস্থান করবে । 

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রক্টর,রেজিস্টার শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

১৯৯১ সালে ১৩ ফেব্রুয়ারি একাডেমিক যাত্রা শুরু করে শাবিপ্রবি। এ থেকে প্রতিবছর ১৩ই ফেরুয়ারি অর্থাৎ ১লা ফাল্গুন বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়ে আসছে।তবে বাংলা বর্ষপঞ্জিকার নতুন নিয়মে এ বছর ১লা ফাল্গুন ১৩ ফেব্রুয়ারির পরিবর্তে ১৪ ফেব্রুয়ারি হওয়ায় আজ রোববার শাবিপ্রবি দিবস পালিত হয়েছে।

এইচ এন/বি এন-০৩