সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২১
০৭:২৮ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২১
১০:১৩ অপরাহ্ন
ছবি- প্রতীকি
দেশে পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপে সিলেটের কানাইঘাট পৌরসভায় ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত সেখানে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন পৌরবাসীরা।
আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়। যা টানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।
নির্বাচনে মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০০৫ সালের ২৫ অক্টোবর কানাইঘাট পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ১৯ হাজার ৪২৭ জন। ৯টি ভোট কেন্দ্রের ৫৭টি ভোট কক্ষে ভোটের ব্যবস্থা করা হয়েছে।
আজ সকালে এই পৌরসভার ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়েছে। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ সেখানে লক্ষণীয়।
এদিকে শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করতে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও। পুলিশ, আনসারের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি পৌর এলাকায় মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তায় ২১ জন করে পুলিশ ও আনসার এবং প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বপালন করছেন।
এএফ/০২