শাবি প্রেসক্লাবের সঙ্গে সুরেজা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ

শাবি প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৪, ২০২১
০৭:২৭ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২১
০৭:৩৩ অপরাহ্ন



শাবি প্রেসক্লাবের সঙ্গে সুরেজা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক ছাত্র ও ছাত্রলীগ নেতা বর্তমানে যুক্তরাজ্যের প্রবাসী এবং সুরেজা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদের গনি এবং 'শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনু্ষ্ঠিত হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ গণি বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ এবং ছাত্ররাজনীতির বিভিন্ন বিষয়ের উপর অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। 

শাবি প্রেসক্লাবের প্রশংসা জানিয়ে তিনি বলেন, ‘আমরা যারা দূর প্রবাসে থাকি তারা এই বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সাংবাদিকদের সংবাদের মাধ্যমে অনেক বিষয় জানতে পারি। আমরা গর্ব করি সাংবাদিক ভাইদের মাধ্যমে উঠে আসা অনেক অজানা বিষয়গুলোর নিয়ে।’ 

তাছাড়া ভবিষ্যৎতে প্রেসক্লাবের পাশে থাকার আশা ব্যক্ত করেন তিনি। 

এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ফিরোজ আলম ভূঁইয়া, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আব্দুল আলীম ও সাংবাদিক মো. শাহজাহান আহমেদ উপস্থিত। 

অন্যদিকে অন্যদিকে শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদ, সহসভাপতি রাজীব হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ আল রাজী, যুগ্ম সম্পাদক জিএম ইমরান হোসেন সহ ক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এইচ এন/বি এন-২