নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৪, ২০২১
০৬:২৪ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২১
০৬:৩২ অপরাহ্ন
আজ রবিবার পয়লা ফাল্গুন। অর্থাৎ বসন্তের প্রথম দিন। আবার একই দিনে বিশ্ব ভালবাসা দিবসও। প্রতি বছরের মতো এবছরও এ দুই উপলক্ষ ঘিরে সরগরম হয়ে উঠেছে সিলেটের ফুলের বাজার। তবে এবার দাম অন্য বছরের তুলনায় একটু বেশি। করোনার কারণে অন্যান্য বছরের তুলনায় এবার বিক্রি কম হচ্ছে বলে জানিয়েছেন ফুল বিক্রেতারা।
এ বছর ঋতুরাজ বসন্ত এসেছে ভালোবাসা দিবসের দিনে। প্রিয়জনকে ফুল উপহার দিতে তাই সিলেটে এখন জমজমাট ফুলের ব্যবসা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা এসব ফুল পাইকারি ফুলের মার্কেটে বিক্রি হচ্ছে চড়া দামে। খুচরা পর্যায়ে দাম আরও বেশি। চাহিদা থাকায় সব ধরনের ফুলই বিক্রি হচ্ছে চড়া দামে।
ফুলের মধ্যে গোলাপ সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। সিলেটে প্রতি পিস গোলাপ গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত বিক্রি হয়েছে ২০ টাকায়। অন্য সময় গোলাপ বিক্রি হয় প্রতিটি ১০ টাকায়। তরুণীদের মাথায় দেওয়ার ক্রাউন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা দরে। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় এবার গোলাপসহ অন্যান্য ফুলের দাম বেশি।
নগরের চৌহাট্টা এলাকার চামেলী পুষ্পালয় অ্যান্ড সাজ ঘরের স্বত্বাধিকারী সুজিত কুমার সরকার সিলেট মিররকে বলেন, ‘পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় এবার গোলাপের দাম একটু বেশি। তবে বছরের এই সময়টায় এমনিতেই ফুলের দাম চড়া থাকে।’ বনফুল পুষ্প কেন্দ্রের বুরহান উদ্দিন জানান, করোনায় কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এবার বিক্রি একেবারে কম হচ্ছে।
এনএইচ/বিএ-১৭