জৈন্তাপুরে ট্রাক খালে পড়ে চালক ও ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১৪, ২০২১
০৬:০৮ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২১
০৪:১৬ পূর্বাহ্ন



জৈন্তাপুরে ট্রাক খালে পড়ে চালক ও ব্যবসায়ী নিহত

সিলেটের জৈন্তাপুরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চালক ও ট্রাকে থাকা এক বালু ব্যবসায়ী নিহত হয়েছেন। 

আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৬ টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার ধামড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বন্দরহাটি গ্রামের আব্দুস সোবহানের ছেলে এবাদুর রহমান খোকন (২৭) এবং গোয়াইনঘাট উপজেলার নলজুরি পশ্চিমপাড় গ্রামের মাহতাব হোসেনের ছেলে ও স্থানীয় বালু ব্যবসায়ী রাসেল আহমদ (৩৫)।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ট্রাকটি মাটি পরিবহনের কাজে নিয়োজিত ছিল। কাজ শেষে জৈন্তাপুর ফেরার পথে দামড়ি ব্রিজের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এলাকাবাসীর সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি ক্রমে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়।

 

বিএ-১৬