মুকিত তুহিনকে বিশ্বনাথ ছাত্রদলের শুভেচ্ছা

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৪, ২০২১
০৮:৫৯ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২১
০৯:০০ পূর্বাহ্ন



মুকিত তুহিনকে বিশ্বনাথ ছাত্রদলের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও এমসি কলেজের সাবেক ছাত্রনেতা মো. আব্দুল মুকিত তুহিন সদ্য ঘোষিত সিলেট মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্বনাথ উপজেলা শাখার ৩ নম্বর অলংকারী ইউনিয়ন ছাত্রদল। শুক্রবার রাতে তালতলায় তাকে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদলের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার আহ্বান জানান এবং আন্দোলন সংগ্রামে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

এসময় উপস্থিত ছিলেন নবগঠিত সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান চৌধুরী, অলংকারী ইউনিয়ন ছাত্রদল নেতা সোপান মিয়া, মাছুম আহমেদ, নাজমুল ইসলাম, আজির উদ্দিন, ছোরাব আলী, আশরাফ খান, খালেদ আহমদ, হুসাইন আহমদ প্রমুখ। 

বিএ-১৩