নগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৪, ২০২১
০৮:১৪ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২১
০৮:১৪ পূর্বাহ্ন



নগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঢাকায় বিএনপির সমাবেশে ‘পুলিশের হামলা’ ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। শনিবার বিকেলে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আলী আনছার, খিজির হোসেন এনু, দেলওয়ার হোসেন চৌধুরী, আলী আকবর খান, রশিদুল হাসান খালেদ, দেওয়ান জাকির হোসেন খান, আবু আহমদ আনছারি, আলা উদ্দিন মনাই, মুমিনুর রহমান তানিম, মো. জাহেদ প্রমুখ। 

বিএ-০৮