স্বনির্ভর দেশ গঠনে নারীশিক্ষার প্রসার ঘটাতে হবে

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১৪, ২০২১
০৮:০২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২১
০৮:০২ পূর্বাহ্ন



স্বনির্ভর দেশ গঠনে নারীশিক্ষার প্রসার ঘটাতে হবে
আলোচনা সভায় বিভাগীয় কমিশনার

সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি বলেছেন, ‘স্বনির্ভর দেশ গঠনে নারীশিক্ষার প্রসার ঘটাতে হবে। বর্তমান সরকার নারীদের কল্যাণে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচি বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ 

শনিবার বিকেলে সুনামগঞ্জ জেলার দিরাইয়ে বাংলাদেশ ফিমেইল একাডেমী (বিএফএ) আয়োজিত অসহায় দরিদ্র মেয়েদের শিক্ষা ও উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘গতানুগতিক চিন্তা চেতনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখা হয় তা চোখ খুললেই শেষ হয়ে যায়। আমাদের জেগে স্বপ্ন দেখতে হবে। সমাজের অসহায় দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে বিশেষ করে নারী শিক্ষার অগ্রগতির লক্ষ্যে বাংলাদেশ ফিমেইল একাডেমী এ অঞ্চলের মানুষের আশা-আকাংখা পূরণে সচেষ্ট হবে বলে আমার বিশ্বাস।’ তিনি ফিমেইল একাডেমির উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। 

একাডেমীর প্রিন্সিপাল নাজমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, আফতাব চৌধুরী। শাহাদত হোসেন জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি জামিল চৌধুরী।

বক্তব্য দেন, যুক্তরাজ্য প্রবাসী মিল্টন চৌধুরী, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম, ইনামুল করিম চৌধুরী, ইমদাদ সরকার, শাহজাহান সিরাজ, মোস্তাহার হোসেন মোস্তাক, শামসুল ইসলাম সরদার, শাহীন চৌধুরী। ধন্যবাদ বক্তব্য দেন আমিনুল ইসলাম আমিন। 

বিএ-০৭