নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৪, ২০২১
০৭:৪১ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২১
০৭:৪৩ পূর্বাহ্ন
সিলেটে ট্যাংকলরি শ্রমিক নেতা ইকবাল হোসেন রিপন হত্যা মামলার পলাতক আসামি সাইদুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টায় বরইকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত সাইদুল দক্ষিণ সুরমার বরইকান্দি ১ নম্বর রোডের তালওয়ালা বাড়ির দুদু মিয়ার ছেলে।
বিএ-০৫