সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২১
০৭:৩৫ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২১
০৭:৪৩ পূর্বাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে কথা কাটাকাটির জের ধরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় ইটপাটকেল ও ভাঙা বোতলের টুকরো নিক্ষেপে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। শনিবার সন্ধ্যা ৬ টায় এ সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পাওনা টাকার ব্যাপারে বেঙ্গল ফুডে যান মসজিদের কোষাধ্যক্ষ পাপড়ী রেস্টুরেন্টের মালিক লিটন আহমদ। এ সময় মসজিদের টাকা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে লিটনের উপর হামলা করা হয়। এরপর স্থানীয় দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ হয়। এতে আহত হন অন্তত প্রায় ১৫ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘মসজিদের টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটি থেকে এই ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেননি। স্থানীয়ভাবে আপস বৈঠকে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।’
বিএ-০৪