নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৪, ২০২১
০৭:১৬ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২১
০৭:১৬ পূর্বাহ্ন
সিলেট বিভাগে এ পর্যন্ত টিকা গ্রহণ করেছেন ৬০ হাজারের বেশি মানুষ। প্রতিদিনই আগের দিন থেকে বেশি সংখ্যক মানুষ টিকা নিচ্ছেন। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সিলেটে টিকা নিয়েছেন ১৬ হাজার ৮৭ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার টিকাদান বন্ধ থাকার পর গতকাল শনিবার সিলেট জেলায় ৭ হাজার ৬ জন টিকা নেন। এ দিন সুনামগঞ্জে ২ হাজার ৯০৩ জন, হবিগঞ্জে ২ হাজার ৭৩৬ জন ও মৌলভীবাজারে টিকা গ্রহণ করেন ৩ হাজার ৪৪২ জন। শনিবার বিভাগে টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ ছিলেন ১০ হাজার ১১০ জন এবং নারী ৫ হাজার ৯৭৭ জন।
সিলেট স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শনিবার জেলায় ৭ হাজার ৬ জন টিকা গ্রহণকারীর মধ্যে ৪ হাজার ৫২৮ জন পুরুষ এবং ২ হাজার ৪৭৮ জন নারী ছিলেন। এর মধ্যে নগরে টিকা গ্রহণ করেন ৪ হাজার ৬৬৭ জন। এমএজি ওসমানী মেডিকেল কলেজ কেন্দ্র টিকা নেন ৩ হাজার ৯০১ জন। এদের মধ্যে পুরুষ ২ হাজার ৩০৯ জন এবং নারী ১ হাজার ৫৯২ জন। পুলিশ হাসপাতালে টিকা নেন ৪৯৬ জন। এদের মধ্যে পুরুষ ছিলেন ৩৬২ জন এবং নারী ১৩৪ জন। আর বিজিবি ক্যাম্পে ২৭০ জন টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ ছিলেন ২৬০ এবং নারী ছিলেন ১০ জন।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, জেলায় ৪৪টি বুথে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে নগরে ১৬টি বুথ। এসব কেন্দ্রের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি বুথ এবং বিভাগীয় পুলিশ হাসপাতালে ১টি বুথ রয়েছে। এছাড়া বিজিবি ক্যাম্পে অস্থায়ী ৩টি বুথ রয়েছে। সিলেট জেলার ১২টি উপজেলায় ২টি করে মোট ২৪টি এবং সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) ৪টি বুথে টিকা দেওয়া হচ্ছে। প্রতিটি বুথে ২ জন টিকাদান কর্মী এবং ৪ জন করে স্বেচ্ছাসেবক রয়েছেন।
গতকাল ওসমানী হাসপাতালের টিকাদান কেন্দ্রের প্রত্যেকটি বুথে দেখা গেছে টিকা গ্রহীতাদের উপচেপড়া ভিড়। কিছু কিছু সময় ভিড় সামলাতে হিমশিম খান স্বেচ্ছসেবকরা। টিকা গ্রহণের পর কয়েকজন বলেন, ‘টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে জনমনে যে সংশয় তৈরি হয়েছিল তা কেটে গেছে। ফলে টিকা গ্রহণে মানুষের স্বতঃর্স্ফুত সাড়া মিলেছে।’
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে বলেন, ‘সরকারের নির্দেশনা মেনে আমরা সব ধরনের কাজ করে যাচ্ছি। প্রথম ধাপে চেষ্টা করছি ১৫ ক্যাটাগরির যেসব লোক আছেন তারা যাতে কোনোভাবে বাদ না পড়েন।’
এনএইচ/বিএ-০২