ছিন্নমূলদের পাশে এক মানবিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১৪, ২০২১
০৫:১০ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২১
০৫:১০ পূর্বাহ্ন



ছিন্নমূলদের পাশে এক মানবিক পুলিশ

সুবিধাবঞ্চিত ও অসহায়দের জন্য কিছু করার তাগাদ তিনি ভেতরে ভেতরে সবসময় অনুভব করেন। সে তাড়না থেকেই তিনি নেমে পড়েছেন কাজে। প্রায়ই রাতে বের হন। নগরের বিভিন্নস্থানে ঘুরে ঘুরে অসহায় ও ছিন্নমূলদের হাতে তুলে দেন রাতের খাবার। তিনি জসিম উদ্দিন। সিলেট জেলা পুলিশের সদস্য।

গত শুক্রবার রাতে খাবার বিতরণের সময় কথা হয় তার সঙ্গে। নিজের এমন উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, ‘বিভিন্ন সময় চলার পথে চোখে পড়ে এসব অসহায় মানুষদের। সবসময় তাদের জন্য কিছু একটা করার ইচ্ছে ছিল। সে ইচ্ছে থেকে প্রতি মাসে নিজের বেতনের একটা অংশ থেকে তাদের খাবার দেওয়ার চেষ্টা করি।’ তিনি আরও বলেন, ‘পুলিশ মানুষের বন্ধু, সেই মন্ত্র থেকে আমি নিজের সাধ্য অনুযায়ী এসব অসহায় মানুষকে সহযোগিতার চেষ্টা করি। পাশাপাশি আমার সহকর্মীদেরও উৎসাহিত করি।’

খাদ্য বিতরণের সময় জসিমের সঙ্গে ছিলেন সিলেট ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. নাছির উদ্দিন বাদশা। তিনি বলেন, ‘সবাই যে এক রকম হয় না জসিম উদ্দিন তার বড় প্রমাণ। আমরা শুধু পুলিশের খারাপ দিকটা দেখি। কিন্তু একজন পুলিশ সদস্য মানুষের প্রতি কতটা ভালোবাসা লালন করেন জমিস তারই প্রমাণ।’ 

জসিমের এমন উদ্যোগে সঙ্গে পেয়েছেন সহকর্মীদেরও। গত শুক্রবার রাতে খাবার বিতরণের সময় তার সঙ্গে ছিলেন কনস্টেবল শামীম হাসান, আশিকুর রহমান সিয়াম, খালিদ হাসান, সোহাগ হোসাইন ও কন্সটেবল হাসান মোল্লা প্রমুখ। 

এএফ/বিএ-১৯