কানাইঘাটে রাত পোহালেই ভোট, সকল প্রস্তুতি সম্পন্ন

কানাইঘাট প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৪, ২০২১
০৩:০৩ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২১
০৩:০৩ পূর্বাহ্ন



কানাইঘাটে রাত পোহালেই ভোট, সকল প্রস্তুতি সম্পন্ন

আগামীকাল রবিবার (১৪ ফেব্রুয়ারি) সিলেটের কানাইঘাট পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পৌরসভার সর্বত্র আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের টহল জোরদারের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠপর্যায়ে তৎপর রয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুল হাসনাত এবং কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম পিপিএম জানিয়েছেন, আগামীকাল রবিবার অনুষ্ঠিতব্য কানাইঘাট পৌরসভার নির্বাচন উৎসবমুখর, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য  শনিবার বিকেলের দিকে ৯টি ভোটকেন্দ্রে ব্যালেট বাক্সসহ নির্বাচনী মালামাল এবং প্রতিটি কেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য এবং প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং কেন্দ্রে পাঠানো হয়েছে। রবিবার সকালবেলা ৯টি কেন্দ্রে ব্যালেট পেপার ভোটগ্রহণের পূর্বে পৌঁছে দেওয়া হবে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কানাইঘাট পৌরসভাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বিজিবি। প্রতিটি সংরক্ষিত কেন্দ্রে একটি করে র‌্যাবের টহল দল ও মোবাইল ফোর্স রয়েছে, পাশাপাশি রয়েছে পুলিশের স্ট্রাইকিং ফোর্স। এছাড়াও প্রতিটি ভোটকেন্দ্রে ১ জন করে মোট ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। আনসার সদস্যদের পাশিপাশি কেন্দ্রপ্রতি ১১ জন পুলিশ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৩ জন পুলিশ সদস্য দায়িত্বপালন করবেন।

এবার কানাইঘাট পৌরসভায় ৯টি ভোটকেন্দ্রে ১৯ হাজার ৪২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯ হাজার ৮৮০ জন এবং নারী ভোটারের সংখ্যা ৯ হাজার ৫৪৭ জন। কানাইঘাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৬ জন প্রার্থী এবং ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ৯ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে ভোটাররা যাতে করে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী শরীফুল হক, স্বতন্ত্র মেয়র প্রার্থী বর্তমান মেয়র নিজাম উদ্দিন, স্বতন্ত্র মেয়র প্রার্থী সোহেল আমিন, কাওছার আহমদ ও ইসলামী আন্দোলনের প্রার্থী হাফিজ মাওলানা নজির উদ্দিন।

 

এমআর/আরআর-০৮